মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

রাজধানীর মগবাজারে রাখি নীড়ে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ সদর দফতর সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।

সোমবার (২৮ জুন) পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ আয়ুবের সই করা চিঠিতে কমিটি গঠনের নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি’র একজন অতিরিক্ত পুলিশ কমিশনারকে সভাপতি ও সিটিটিসি ডিএমপি বোম ডিসপোজাল ইউনিটের একজন এডিসিকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন— সিআইডির ফরেনসিক বিভাগের একজন বিশেষ পুলিশ সুপার, সিটিএসবি’র একজন বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেরোরিজম ইউনিটের একজন অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএনের একজন সহ-অধিনায়ক, বিস্ফোরক পরিদফতরের  একজন উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শককে এ কমিটির সদস্য করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, তদন্ত কমিটিকে তিনটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করার পাশাপাশি বিস্ফোরণ নিয়ন্ত্রণে সুপারিশমালা দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের গঠিত কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে ‌

উল্লেখ্য, মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি, বিস্ফোরক পরিদফতরের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার  (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক আহত ও ৭ জন নিহত হন। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।