পাসপোর্টের উপ-সহকারী পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩০ জুন) দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলা দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন ২০০৪ সালে থেকে ২০২০ সালে পর্যন্ত ৭৪ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে দশ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত ৪১ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার স্ত্রী ইসরাত জাহান ২০০৯ সালে থেকে ২০২০ সালে পর্যন্ত প্রায় তিন কোটি টাকার সম্পদের মধ্যে এক কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের একজন কর্মকর্তা জানান, ইশরাত জাহান পেশায় একজন গৃহিণী। তার দৃশ্যমান কোনও আয় নেই। তিনি স্বামীর দুর্নীতির মাধ্যমে আয়কৃত অর্থ দ্বারা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।