নন-ক্যাডার পদে ১১৩৯ জনকে নিয়োগের সুপারিশ

৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্যে ১ হাজার ১৩৯ জনকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ জুন) এই ফল প্রকাশ করা হয়।

পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিছু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এর মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন। ইতোমধ্যে তিন দফায় নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের জন্য ১ হাজার ৭৬৩ জনকে সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৪টি ক্যাটাগরিতে ৩২৩ জনসহ মোট ৪৩ ক্যাটাগরিতে ১ হাজার ১৩৯টি পদের জন্য সুপারিশ করা হয়।