মেক্সিকোতে নতুন রাষ্ট্রদূত আবিদা ও  দক্ষিণ কোরিয়ায় দেলোয়ার  

মেক্সিকোতে আবিদা ইসলাম এবং  দক্ষিণ কোরিয়ায় মো. দেলোয়ার হোসেনকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবিদা ইসলাম বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে একইসঙ্গে  কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসে দেশের স্বার্থ সংরক্ষণ করবেন। আবিদা ইসলাম এর আগে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কোলকাতায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন তিনি।

এদিকে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্তি পেয়েছেন মো. দেলোয়ার হোসেন। ১৭তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. দেলোযার হোসেন বর্তমানে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক হিসাবে কর্মরত আছেন। তিনি প্যারিস, ত্রিপোলি, থিম্ফু ও বেইজিংয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা দেলোয়ার হোসেন একজন  প্রকৌশলী। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপরে ডিপ্লোমা করেছেন।