নারী আসামিকে নির্যাতন: দায়ী পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি বিশিষ্টজনদের

বরিশালের উজিরপুরে পুলিশের হেফাজতে নারী আসামিকে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের গ্রেফতার, ভুক্তভোগী নারীর নিরাপত্তা বিধান করার আহ্বান জানিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক।

সোমবার (৫ জুলাই) সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

তারা বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনা এটিই যেমন প্রথম নয়, তেমনি এ ধরনের ঘটনায় সব ক্ষেত্রে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের নজিরও খুব একটা নেই। বাংলাদেশে প্রথমবারের মতো ২০১৪ সালে পল্লবী থানায় পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় গত বছর ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালত নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়ে রায় প্রদানই যার প্রমাণ।

বিবৃতিতে বলা হয়, বরিশালে নারী আসামিকে নির্যাতনের ঘটনায় ইতোমধ্যে দুই ধরনের অপরাধ দৃশ্যমান। এখানে একদিকে থানা হেফাজতে শারীরিক নির্যাতন, অপরদিকে ওই নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় যথাযথ তদন্ত সাপেক্ষে পুলিশি হেফাজতে নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতনের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা লঙ্ঘনের অপরাধে নির্দিষ্ট আইনে অপরাধীদের বিচারের দাবি জানান নাগরিকরা।

বিবৃতিতে সুলতানা কামাল, পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, ডা. ফওজিয়া মোসলেম,  তবারক হোসাইন, এম. এম. আকাশ, খুশী কবির, রোকেয়া কবির, রোবায়েত ফেরদৌসসহ অনেকের নাম উল্লেখ করা হয়।