‘ঠাঁই নাই, ঠাঁই নাই...’ (ফটোস্টোরি)

রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘সোনার তরী’ কবিতায় লিখেছিলেন- ঠাঁই নাই, ঠাঁই নাই! ছোট সে তরী..’। রাজধানীর সদরঘাট দক্ষিণাঞ্চলে চলাচল করা লঞ্চগুলো হয়তো ততটা ছোট নয়। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে নতুন করে আবার বিধিনিষেধ আরোপের একদিন আগে সেগুলোতেও তিল ধারণের ঠাঁই ছিল না। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে সদরঘাটে গিয়ে দেখা গেছে, মানুষের ভিড়ে ঠিকমতো চলাচল করা যাচ্ছে না ঘাট এলাকায়। পা ফেলার জায়গা নেই পল্টুন কিংবা কোনও লঞ্চে। ছাদ থেকে শুরু করে এবং কেবিনের মাঝের গলিতেও মানুষ বিছানা বিছিয়ে অবস্থান নিয়েছেন। এতে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। লঞ্চগুলোতে তীব্র গরমে যেন সেদ্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি।

লঞ্চে-অতিরিক্ত-যাত্রী

5

3

4

7

6