সুসময়ের অপেক্ষায়... (ফটোস্টোরি)

রাজধানীর সদরঘাট মানেই মানুষের কোলাহল আর সারি সারি লঞ্চ। সন্ধ্যা নামলেই সেই লঞ্চগুলোর ফাঁকে দেখা মেলে অদ্ভূত দৃশ্য। জোনাকি পোকার মতো কিছু আলো দুলছে। আসলে ঘাটের ওপারে যাওয়ার সবচেয়ে সহজ বাহন ছোট নৌকা। বুড়িগঙ্গার পানি ততটা উপভোগ্য না হলেও অনেকেই সেসব নৌকা ঘণ্টা হিসাবে ভাড়া করে কিছুটা সময়ও কাটিয়ে আসেন। তবে করোনা মহামারি অন্য অনেক কিছুর মতোই কেড়ে নিয়েছে সদরঘাটের চেনা রূপ। সেখানে এখন সেই কোলাহল নেই, লঞ্চের ভেঁপুর শব্দ নেই। সদা ব্যস্ত নৌকাগুলো অলস পড়ে আছে ঘাটে  বাঁধা। পদ্মের মতো সাজিয়ে রাখা হয়েছে নৌকাগুলো। অবশ্য এর মধ্যেও কেউ কেউ জরুরি প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন, তাদের ঘাট পার করাতে আশপাশে অপেক্ষা করছেন মাঝিরা। তারা বলছেন, সুসময়ের অপেক্ষা করা ছাড়া এখন আর কিছু করার নেই।

সদরঘাটে বাঁধা নৌকা

সদরঘাটে বাঁধা নৌকা ২

সদরঘাটে বাঁধা নৌকা

সদরঘাটে বাঁধা নৌকা

সদরঘাটে বাঁধা নৌকাসদরঘাটে বাঁধা নৌকাসদরঘাটে বাঁধা নৌকা