এই শহরে কঠোর বিধিনিষেধ চলছে (ফটোস্টোরি)

কোভিড-১৯ মহামারির গত দেড় বছরে এখনই সবচেয়ে বিপর্যয়কর অবস্থা চলছে দেশে। ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে গত এপ্রিল থেকে রোগীর সংখ্যা বাড়ছিল। মে মাসে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও জুলাই মাসে এসে প্রতিদিনই আগের সব রেকর্ড ভাঙছে। এ পরিস্থিতিতে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

বিধিনিষেধ চলাকালে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার সুযোগ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যবিধির ছিটেফোঁটাও দেখা মেলেনি রাজধানীর যাত্রাবাড়ীর মাছ ও কাঁচাবাজারে। শারীরিক দূরত্বতো দূরের কথা, অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্কও দেখা যায়নি। বাজারটির এমন চিত্র দেখে মনেই হবে না দেশে করোনা নামে কোনও ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে, আর সেকারণে কঠোর বিধিনিষেধও আরোপ হয়েছে!

লকডাউনে বাজারে ভিড় (1)

লকডাউনে বাজারে ভিড় (2)

লকডাউনে বাজারে ভিড় (3)

লকডাউনে বাজারে ভিড় (4)

লকডাউনে বাজারে ভিড় (5)

লকডাউনে বাজারে ভিড় (6)

লকডাউনে বাজারে ভিড় (7)

লকডাউনে বাজারে ভিড় (8)