ডা. এম এ মোহায়মেন মারা গেছেন

দেশের অগ্রণী সামরিক কার্ডিও-থোরাসিন সার্জন মেজর জেনারেল (অব.) ডা. এম এ মোহায়মেন মারা গেছেন। মঙ্গলবার (৩ আগস্ট) বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার (৪ আগস্ট) তাকে বনানী সামরিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 

দাফনের আগে পূর্ণ সামরিক শবযাত্রার পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পারিবারিকভাবে ঘনিষ্ঠ একজন দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। 

সদ্য প্রয়াত ডা. এম এ মোহায়মেন ১৯৩৬ সালের ৫ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। সামরিক সার্জন হিসেবে তিনি আর্মি মেডিক্যাল কর্পস, পাকিস্তান আর্মি (১৯৫৯-১৯৭১) এবং আর্মি মেডিক্যাল কর্পস, বাংলাদেশ সেনাবাহিনীতে (১৯৭৩-১৯৯৬) দায়িত্বপালন করেন। কর্মজীবনে অবদানের জন্য এম এ মোহায়মেন জয় পদক ও সংবিধান পদক লাভ করেন। 

মৃত্যুকালে ডা. এম এ মোহায়মেন মৃত্যুকালে তার স্ত্রী নিলুফার মোহায়মেন, দুই সন্তান জায়েদ মোহায়মেন, নাঈম মোহায়মেনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।