কারা অধিদফতরের নির্দেশনা

টিকা না নিলে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে

আগামী ৩০ আগস্টের মধ্যে কারা কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাসের টিকা গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কারা অধিদফতর।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আরবার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ৩০ আগস্টের মধ্যে কোন কর্মকর্তা বা কর্মচারী করোনাভাইরাসের টিকা গ্রহণে ব্যর্থ হলে তাদেরকে কারা অভ্যন্তরে বন্দি ব্যবস্থাপনার দায়িত্ব পালন হতে বিরত রাখা হবে। এছাড়া, বন্দিদের এখনো টিকা প্রদান করা হয়নি এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্ধারিত বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে সারাদেশে করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলেও বলা হয় চিঠিতে।