‘হাসবেন না ভাই, হাসপাতালে কোনও জায়গা নেই’

ডেঙ্গু নিয়ন্ত্রণের অভিযানে রাজধানীর বেরাইদে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এসময় জড়ো হওয়া স্থানীয়দের একজনের মুখে মাস্ক ছিল না। মাস্ক পরেননি কেন- জিজ্ঞাসা করতেই ওই ব্যক্তি হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করছিলেন। সেসময় মেয়র বলেন, ‘হাসবেন না ভাই, হাসপাতালে কোনও জায়গা নেই। সবাই মাস্ক পরুন। আমরা সবাই সাবধানে থাকি, নিজের বাঁচি অন্যকে বাঁচতে সহযোগিতা করি।

আজ রবিবার (৮ আগস্ট) ওই অভিযানকালে একটি ভ্রাম্যমাণ ট্রাকে যেসব জিনিসপত্রের ডেঙ্গু জন্মায় সেসব জিনিসপত্র যোগাড় করে তা প্রদর্শন করা হয়।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, আপনারা দেখুন কোথায় কোথায় ডেঙ্গুবাহী মশা জন্ম নেয়। আপনারা বালতি রেখেছেন তাতে পানি জমা হয়েছে। কিন্তু তা উল্টিয়ে রাখেননি।

আতিকুল ইসলাম বলেন, আপনারা যারা ডাব বিক্রি করবেন প্রতিটি ডাবের খোসাকে চার টুকরো করে কেটে দিবেন। তাহলে সেখানে আর পানি জমা হবে না। লার্ভা জন্মানোর যেসব পাত্র রয়েছে সেগুলোকে আপনারা উল্টিয়ে রেখে দেন। এডিস মশার জন্ম পরিষ্কার পানিতেই বেশি হয় বলেও সতর্ক করেন মেয়র।

5

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের ঠিক করতে আমি একা পারবো না। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলি। এ আন্দোলন আমাদের সবাইকে করতে হবে।