বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ: বিএডিসির অনিয়ম তদন্তে কমিটি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ গায়েবসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে গত ৪ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ধারাবাহিক ১৫ পর্বের সংবাদ প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্টদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হয়েছে। বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের বীজ নিয়ে বাংলা ট্রিবিউনের যেসব খবর প্রকাশিত হয়েছে আমরা বিষয়গুলো আমলে নিয়েছি। এরই ধারাবাহিকতায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটিকে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। যেহেতু করোনাসহ লকডাউন চলমান ছিল, এ কারণে হয়তো দুই-একদিন এদিক সেদিক হতে পারে। তবে কমিটির কাজ অনেক দূর এগিয়েছে বলে খোঁজ নিয়েছি। তারা দ্রুত রিপোর্ট জমা দিয়ে দেবে।

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত অনেকের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। তাদের কেউ কেউ এরই মধ্যে জবাব দিয়েছেন। যেকোনও অনিয়মের আর যাই হোক আমার কাছে ছাড়া পাবে না। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলা ট্রিবিউন যে অনিয়মের খবর প্রকাশ করেছে তা খুবই তথ্য নির্ভর। অনেকেই জবাব দিতে পারেননি। আমরা কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করছি। এতে সবগুলো অনিয়মের বিষয়ে জবাব চাওয়া হবে।’