৯৯৯ নম্বরে ফোন: ভারতে পাচারকালে দুই তরুণী উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার রসুলপুর এলাকা থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকবর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকালে জাতীয় জরুরি সেবা নম্বরের পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার (১৫ আগস্ট)  বেলা সাড়ে এগারোটায় সাতক্ষীরা সদরের রসুলপুর বাস টার্মিনাল থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে দুইটি মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়েছে। তারা অভিযুক্ত ব্যক্তিটিকে আটকে ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সাতক্ষীরা সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। পরে সাতক্ষীরা সদর থানার এএসআই  গাজী সাজ্জাদ ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে ১৮ ও  ১৭ বছর বয়সী দুই তরুণীকে উদ্ধার করছেন। যাদের  একজনের বাড়ি দিনাজপুর সদর এবং অন্যজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ। পাচারের অভিযোগে গোপালগঞ্জের মুকসেদপুর এলাকার খবির উদ্দীন শেখের ছেলে আকবর শেখকে (৪০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। আকবরের বাড়ি গোপালগঞ্জের মুকসেদপুর এলাকায়।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তরুণীদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।