বিনোদন কেন্দ্রে শিশুদের আনাগোনা (ফটো স্টোরি)

করোনা মহামারিতে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৯ আগস্ট) খুলেছে সারাদেশের বিনোদন কেন্দ্রগুলো। প্রথমদিনে খুব একটা লোকসমাগম না হলেও শিশুদের উপস্থিতি ছিল বেশ। অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিশুরা হাঁপিয়ে উঠেছে। বিনোদনগুলোতে এসে তারা একটু স্বস্তি অনুভব করছে। রাজধানীর শ্যামলীতে অবস্থিত রাজধানীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে গিয়ে তেমনটাই দেখা গেল। দীর্ঘদিন পর একটু খোলা যায়গায় বের হতে পারার আনন্দ শিশুদের চোখে-মুখে। বিনোদনকেন্দ্রগুলোতে প্রবেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশমুখে জীবাণুনাশক টানেল বসানোর পাশাপাশি দর্শনার্থীদের শরীরের তাপমাত্রাও মাপা হচ্ছে। ভেতরে বেশিরভাগ দর্শনার্থীকেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলাচল করতে দেখা গেছে। তবে কয়েকজনকে মাস্ক হাতে নিয়ে কিংবা পকেটে নিয়েও ঘুরতে দেখা গেছে।

ঘরবন্দি শিশুদের একটু স্বস্তি দিতে বিনোদন কেন্দ্রে আসছেন অভিভাবকরা

প্রবেশমুখে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল

দীর্ঘদিন পর বিনোদন কেন্দ্রে এসে উচ্ছ্বসিত শিশুরা

চলছে বিভিন্ন রাইড

চলছে বিভিন্ন রাইড

চলছে বিভিন্ন রাইড

শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন বড়রাও

প্রথমদিনে জনসমাগম বেশি না থাকলেও শিগগিরই ভিড় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা