ধোঁয়া বের করতে ভাঙা হচ্ছে ভবনের দেয়াল

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ী এলাকায় সাততলা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ধোঁয়া বের করার জন্য ভবনের বাইরের দিকের দেয়াল ভেঙে ধোঁয়া বের করার কাজ চলছে। বাইরে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে পানি ছিটানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভবনের দেয়াল কিছুটা ভেঙে তার ভেতর দিয়ে পানি ছিটানো হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন শনিবার (২১ আগস্ট) দুপুরে এসব তথ্য জানান। 

তিনি বলেন, বাইরে থেকে ভবনটির ভেতরে পানি ছেটানোর জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় জানালার গ্লাস এবং লোহার শেড ভেঙে পানি ছেটানো হয়। এখনও ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

ঘটনা পরিদর্শনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন ঘটনাস্থলে রয়েছেন। তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন।