কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ:  নিরাপদে আছেন ১৫ বাংলাদেশি 

কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দেশে ফেরার জন্য এই বিমানবন্দরে ১৫ বাংলাদেশি অপেক্ষারত ছিলেন, তারা নিরাপদে অক্ষত আছেন। তবে বিমানবন্দরে থাকা নারী ও শিশুসহ আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের খবরে বলছে, কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে। অনেকেই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। হামলার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আফগান ওয়্যারলেসের পরিচালক বাংলাদেশের নাগরিক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা বাংলাদেশিরা ভালো আছি, কোনও সমস্যা হয়নি। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা। তাদের সঙ্গে আরও ১৬০ জন আফগান নারী শিক্ষার্থী রয়েছেন যারা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে পড়াশোনা করছেন। 

কাবুল বিমানবন্দর থেকে আফগান ওয়্যারলেসের প্রকৌশলী রাজীব বিন ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,  এখনও ফ্লাইটের বিষয়ে কোনও চূড়ান্ত সমাধান হয়নি। 

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পরে বিভিন্ন দেশের নাগরিকরা আফগানিস্তান ত্যাগ করছেন। এর আগে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, ওই দেশে (আফগানিস্তান) এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির অবস্থান নিশ্চিত করা গেছে।