সব পদমর্যাদার পুলিশ সদস্যের প্রশিক্ষণ কর্মসূচি চালু

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশের সদস্যদের জন্য এখন থেকে চলমান অন্যান্য প্রশিক্ষণের বাইরে আরেকটি প্রশিক্ষণ চালু করেছে পুলিশ সদর দফতর। বছরে ন্যূনতম একবার প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ।

এএসপি ও তদূর্ধ্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত হবে। সাব-ইন্সপেক্টর হতে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ বিপিএ, টিডিএস, টিটিএস, এসটিএস, পিএসটিএস, সকল পিটিসি ও ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা নির্ধারণপূর্বক তদানুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ পরিকল্পনাসহ প্রস্তাবিত কর্মপরিকল্পনার রূপরেখা তৈরির জন্য গঠিত তিনটি কমিটি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ চাহিদা নির্ধারণ করে প্রত্যেক পদমর্যাদার জন্য একাধিক প্রশিক্ষণ কোর্সের মডিউল প্রস্তাব করেন।

প্রস্তাবিত মডিউল থেকে অনুমোদিত কোর্সের সিলেবাস এবং কোর্স মডিউল কনটেন্ট তৈরি করা হয়। কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পদমর্যাদার প্রত্যেক পুলিশ সদস্যের বছরে এক সপ্তাহ প্রশিক্ষণ প্রাপ্তির বিষয়টি বিবেচনায় রেখে প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

কনস্টেবল, নায়েক এবং এএসআই পর্যায়ের প্রশিক্ষণ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে দেশের ১০৮টি পুলিশ ইউনিটের প্রশিক্ষণ ৫৫ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বিপিএ, পিটিসি, সকল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসহ দেশের ১০৫টি পুলিশ ইউনিটের সকল পদমর্যাদার প্রশিক্ষণ একযোগে শুরু হবে, যা পর্যায়ক্রমে সারা বছর চলমান থাকবে ।

কনস্টেবল হতে অতিরিক্ত আইজি পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ১২০ জন পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এইচআরএম উইং প্রশিক্ষণ সংক্রান্ত সকল কার্যক্রম সমন্বয় করবে।