পুলিশ পরিদর্শক সোহেলকে দেশে ফিরিয়ে আনা কষ্টকর হবে না: আইজিপি

পুলিশ পরিদর্শক সোহেল রানা অবৈধ পথে ভারত গিয়েছেন তা স্পষ্ট। তার বিরুদ্ধে দুদেশেই মামলা থাকায় তাকে ফিরিয়ে আনা কষ্টকর হবে না বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের সাথে আমাদের এগ্রিমেন্ট রয়েছে‌। দেশেও সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি হিসেবে তাকে ফেরত আনা যাবে বলে আমি মনে করি। আমরা এ প্রক্রিয়া শুরু করছি।

তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন, এতে কারও গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে। এ বিষয়টি তদন্ত চলছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

তিনি বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।