পরিবেশ অধিদফতরের অভিযানে দুই সীসা কারখানা বন্ধ

দক্ষিণ কেরাণীগঞ্জের করেরগাঁও এলাকায় অবৈধ দুটি সীসা কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানা দুটি ভেঙে এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়।

কারখানাগুলো থেকে ২টি জেনারেটর, ৩টি ব্লোয়ার জব্দ করা হয়। এ ছাড়া দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা আব্দুল্লাহপুর এলাকা থেকে ১০ বস্তা পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব এবং হায়াত মাহমুদ রকিব।