ই-কমার্সে প্রতারণা: দেখে-শুনে বিনিয়োগের পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য অর্ডার করে ‘প্রতারিত’ হওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায়। তবে সম্প্রতি ইভ্যালি, ই-অরেঞ্জসহ বেশ কয়েকটি সুপরিচিত প্রতিষ্ঠানের মালিক গ্রেফতার হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পাশাপাশি ভোক্তাদেরও সতর্ক হয়ে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। 

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন পরামর্শ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই-কমার্সের মাধ্যমে প্রতারণার বিষয়ে তদন্ত চলছে। এতে কারও কোনও অপরাধ প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি সাধারণ ভোক্তাদের ‘দেখে-শুনে’ বিনিয়োগ করার পরামর্শ দেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক, ভারতে আটক বনানী থানার বরখাস্ত হওয়া পরিদর্শক সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তাকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।