পাসপোর্ট সংশোধনের সুযোগ চেয়ে মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধনের সুযোগ করে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভুক্তভোগীরা। সোমবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, গত কয়েক বছর যাবৎ পাসপোর্টের সংশোধন করার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হওয়ায় তাদের জরুরি কাজ ও স্বাভাবিক জীবনযাপন জটিল হয়ে পড়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়াসহ সরকারি দফতরগুলোতেও নিজের পরিচিতি নিয়েও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অনেকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য চাইলেও যেতে পারছেন না বলেও অভিযোগ করেন তারা।

কুষ্টিয়া থেকে আসা আবুল হোসেন নামে এক ভুক্তভোগী জানান, দালালের মাধ্যমে তিনি পাসপোর্ট করান। পরে তাকে নামজনিত ঝামেলায় পড়তে হয়েছে। দুই বছর ধরে তিনি এই সমস্যা সমাধানে দ্বারে-দ্বারে ঘুরেও কোনও সুরাহা করতে পারেননি। বর্তমানে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে।

মানববন্ধন থেকে দাবি জানানো হয়, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্যের সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধনের সুযোগ প্রদান করা হোক।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রায় ৭০ জন ভুক্তভোগী উপস্থিত উপস্থিত ছিলেন।