আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতির নাম চেয়ে চিঠি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শূন্য পদে সদস্য বিচারপতি নিয়োগের বিষয়ে একজন বিচারপতির নাম চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে একটি চিঠি পাঠানো হয়েছে।

আইন মন্ত্রণালয়ের পক্ষে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চিঠি পাঠানোর বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক নিশ্চিত করেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসনে চিঠি পাঠানো হয়েছে। জবাব পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন গত ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে তিন সদস্যের ট্রাইব্যুনালে একজন সদস্যের উপস্থিতির অভাবে মামলা পরিচালনায় শিথিলতা তৈরি হয়।

এরপরই ট্রাইব্যুনালে নতুন সদস্য বিচারপতি নিয়োগে উদ্যোগী হয় সরকার। একই উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের সুপারিশের জন্য চিঠি প্রেরণ করে আইন মন্ত্রণালয়।