রাখাইনে রেডক্রসকে আরও বেশি কাজ করার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গাদেরকে টেকসই প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য রাখাইনে

আরও বেশি কাজ করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিউ ইয়র্কে আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মাওরেরকে তিনি এ পরামর্শ দেন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্কে আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মাওরেরের সঙ্গে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এই পরামর্শ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী।

নিজ দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বৈঠকে মাওরের বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।