সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: রাজারবাগীদের হুঁশিয়ার করলেন আইনমন্ত্রী

সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেট কর্তৃক হুমকি ও হয়রানিমূলক মামলা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন হুঁশিয়ারি দেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনীর মামলাটি রিভিউ পর্যায়ে আপিল বিভাগে রয়েছে। আমরা রিভিউ শুনানির জন্য দ্রুত আবেদন করবো।

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জানান, বিচারপতি নিয়োগের আইনের বিষয়ে চিন্তাভাবনা আছে। অচিরেই বিচারপতি নিয়োগে আইন হবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত ও বিচার প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের ফৌজদারিতে তদন্তের ভার পুলিশের হাতে। তাই তদন্ত রিপোর্ট না পড়া পর্যন্ত পুলিশ বা প্রধান বিচারপতির সঙ্গে আলাপের বিষয় আসছে না। তবে আপনারা যেহেতু বলেছেন, সেহেতু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী এবং সাধারণ সস্পাদক মসিউর রহমান খান।