সৌদি আরবের কিং আবদুল্লাহ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ওই বাংলাদেশিরা বিমানবন্দরে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত বাংলাদেশিদের দেখভাল এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৮ অক্টোবর) হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ছয় জন সৌদি, তিন জন বাংলাদেশি ও একজন সুদানিজ আহত হন।