শেখ রাসেল দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের ছোট ছেলে ‘শেখ রাসেল স্মৃতি র‌্যাপিড দাবা টুর্নামেন্ট’ আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৬ অক্টোবর) দিনব্যপি টুর্নামেন্টে দেশের ৩০ জন কূটনীতিক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এই প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাবেক ছাত্র আব্দুল মোমেন স্মৃতিচারণ করে বলেন, ‘অনেক আগে আমি নিজেও দাবা খেলতাম।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এবছর দেশের কূটনীতিকরাই অংশ নিচ্ছেন। সামনের বছর থেকে বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবো।