ওয়াশিংটনে ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন

'অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব' স্লোগানে নতুন প্রজন্মের অঙ্গীকারকে সামনে রেখে ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩৫তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আমেরিকান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী চলবে এই সম্মেলন। আয়োজন সম্পর্কে জানাতে রবিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে স্বাগতিক কমিটি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ আসর বসতে যাচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানায়, ফোবানা নামটি একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। গত ৩৫ বছর ধরে এই সংগঠনটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বাংলাদেশিদের মিলনমেলার আয়োজন করে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়।

ফোবানা সম্মেলন কমিটির আহ্বায়ক জি আই রাসেল জানান, সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। এবারের সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে ১২টি সেমিনার হবে। এসব সেমিনারে উত্তর আমেরিকাসহ বাংলাদেশের বিশিষ্ট জনেরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব শিব্বীর আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।