সব সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে: ইউনাইটেড ইসলামী পার্টি

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, এদেশে সব সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও শ্লোগানে আয়োজিত এক মানববন্ধনে তিনি এক কথা বলেন।

তিনি আরও বলেন, মানবতার শত্রুদের প্রতিহত করতে হবে। এজন্য দেশ, অঞ্চল ও বিশ্বের অসাম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ ও মানবতার দুষমনদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে যারা মন্দিরে কোরআন অবমাননা করেছেন, হিন্দুদের পূজামণ্ডপে আক্রমণ করেছে, মূর্তি ভেঙেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। সব সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে কোনও পক্ষের, যে কোনও প্রকার প্রতিক্রিয়া বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রদান এবং ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামায়াত চক্র যে গুজব ছড়াচ্ছে তাদের প্রত্যেককে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি প্রদানের দাবি জানায় সংগঠনটি।

এছাড়াও মসজিদ, মন্দির, পূজামণ্ডপ, ঈদগাহসহ সকল ধর্মীয় উপাসনালয়গুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা বাধ্যতামূলক করাসহ ৭ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন, যুগ্ম মহাসচিব কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, কাজী মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ কারী মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মো. তাহেরুল ইসলাম প্রমুখ।