হিন্দু পরিষদের শাহবাগ অবরোধ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় কুমিল্লা, নোয়াখালী ও রংপুরসহ দেশের বেশ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছেএ সময় এলিফ্যান্ট রোড থেকে গুলিস্তান, ফার্মগেট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোড, গুলিস্তান থেকে ফার্মগেট রোডে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ রিপোর্ট লেখার সময় অবরোধ চলমান ছিল এবং যান চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। 

শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছেকর্মসূচিতে অংশগ্রহণকারীরা  সাম্প্রদায়িক হামলা বন্ধে নানা স্লোগান দেন। তারা ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি’ ইত্যাদি স্লোগান দেন। সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের মাধ্যমে অবরোধ কর্মসূচি শেষ হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।