ছোট্ট ইছাকে বাঁচাতে আবেদন

সিএনজিচালক মো. ইব্রাহিমের চার বছর বয়সী ছেলে মো. ইছা ছয় মাস ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়ছে। সে এখন ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসকরা জানিয়েছেন, আরও চার বছর তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে। 

বাবার জমানো সব টাকা এবং আত্মীয়স্বজনের কাছ থেকে নেওয়া ঋণ ইছার চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। ছোট্ট ছেলেটিকে বাঁচাতে এখন আর্থিক সহায়তা প্রয়োজন। এজন্য সমাজের সকলের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

ঢাকার বসিলার বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ‘সিএনজি চালিয়ে ব্লাড ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না। মানবিক দিক বিবেচনা করে সবাই আমার ছেলেকে বাঁচাতে সাহায্য করুন। সবার সহযোগিতা পেলে আমার ছেলে নতুন জীবন পেতে পারে।’

মো. ইছার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:
মো. ইব্রাহিম, হিসাব নম্বর: ০০৯৮০৩১০০০৫২৬২; ট্রাস্ট ব্যাংক, তারানগর শাখা, কেরানীগঞ্জ, ঢাকা।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর: ০১৯২১৪৭৫০৯৯