‘সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলার ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে’

সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলার ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস  অ্যাকাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দ্রুত অ্যাকশন নিয়েছে এবং যারা একাজ করেছিল, সবাইকে ধরে ফেলেছে।’

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে মিথ্যা প্রচারণা চলছে। অনেক জায়গায় বলা হচ্ছে, বহু লোক মারা গেছে। কিন্তু মারা গেছে মোট ছয় জন। এরমধ্যে দুই জন হিন্দু এবং চার জন মুসলমান। ২৪টি বাড়ি আক্রান্ত হয়েছে এবং কয়েকটি মন্দির ভাঙচুর হয়েছে। কিন্তু মিথ্যা প্রচারণা হচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তার বক্তব্যে বলেছিলেন, ভারতের উচিত নিজেদের লোকদের নিয়ে সতর্কতা অবলম্বন করা এবং তারা সেটি করেছে। ভারতীয় সরকার কোনও উসকানি দেয়নি। এটি দিয়েছে ব্যক্তিবিশেষ এবং এটি তারা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে দিচ্ছেন। ভারতের সরকার কোনও উসকানি দেয়নি। বরং যেখানে উসকানি দেওয়া হচ্ছে, সেখানে সতকর্তা অবলম্বন করেছে এবং এজন্য তাদেরকে ধন্যবাদ।’

আব্দুল মোমেন বলেন, ‘ভারতের সঙ্গে প্রতিদিন অনানুষ্ঠানিক সংলাপ হচ্ছে। তারাও বলছেন এবং আমরাও জানি। আমরা একসঙ্গে কাজ করছি।’