‘৯৯৯’-এ ফোন, অজগর উদ্ধার

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক কলারের কলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ ও রাঙ্গুনিয়া বনবিভাগ একটি অজগর সাপ উদ্ধার করেছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’- এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সাড়ে ছয়টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন শান্তিনিকেতন বাজার থেকে পুলক নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, সেখানে এক ডোবার পাশে একটি অজগর সাপ উঠে এসেছে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। কলার সাপটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ‘৯৯৯’ তাৎক্ষণিকভাবে  বিষয়টি রাঙ্গুনিয়া থানা পুলিশ ও বনবিভাগকে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।’

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে রাঙ্গুনিয়া থানার এএসআই মো, শফিউল্লাহ  ‘৯৯৯’-কে ফোনে জান বনবিভাগের কর্মীরা নিরাপদে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে গেছে। প্রাথমিক সেবা শেষে সাপটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে। সাপটির দৈর্ঘ্য প্রায় নয় ফুট এবং ওজন ১৬ কেজি।