সাগরে লঘুচাপ আগের মতোই, উত্তরাঞ্চলের তাপমাত্রা কমতে পারে

আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ আগের মতোই আছে। এর প্রভাবে রাজশাহী ও রংপুর ছাড়া সব বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আকাশ সারাদিনই মেঘলা রয়েছে। লঘুচাপ শক্তিশালী না হলে আগামীকাল পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আজ রাতে উত্তরাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন,  ‘লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আগামীকাল বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। তিনি জানান, এখনও সাগরে লঘুচাপ আছে। শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত না হলে আমরা সমুদ্র ও নদীতে কোনও সতর্কতা সংকেত দিচ্ছি না। 

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এখনও আগের অবস্থানেই আছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ২০ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে ঢাকায় ১০, টাঙ্গাইলে ৩,  ফরিদপুরে ১১, গোপালগঞ্জে ৯, নিকলিতে ১, চট্টগ্রামের কুমিল্লায় ১৭, ফেনীতে ১১, সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১, রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৭, খুলনা বিভাগের মধ্যে খুলনায় ১, সাতক্ষীরায় ২, যশোরে ১৯, চুয়াডাঙ্গায় ১১, কুমারখালিতে ১১ মিলিমিটার এবং মোংলায় সামান্য  বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল ও ভোলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।