অ্যাপ্রোন এলাকায় বিমানের গাড়ির ধাক্কায় কাস্টমস কর্মকর্তা আহত

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ট্রলি কার্টের ধাক্কায় জহিরুল ইসলাম নামে  ঢাকা কাস্টম হাউসের এক রাজস্ব কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পায়ে আঘাত পাওয়া জহিরুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, একটি উড়োজাহাজে তল্লাশি শেষে বোর্ডিং ব্রিজ থেকে নেমে নিচে দাঁড়িয়ে ছিলেন জহিরুল ইসলাম। এ সময় সেখান দিয়ে যাওয়া বিমানের একটি ট্রলি কার্ট তার পায়ে আঘাত করে।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির বলেন, জহিরুল ইসলাম পায়ে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে পালন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে দেশি এয়ারলাইন্সগুলো নিজেদের গ্রাউন্ড হ্যান্ডেলিং কাজ নিজস্ব যন্ত্রপাতি ও লোকবলে মাধ্যমে সম্পন্ন করে থাকে। ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং, যাত্রী পরিবহন এবং ফ্লাইট পরিচালনার কাজে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায়। 

সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি, অনুমোদিত অনুপ্রবেশ, চালকদের অদক্ষতায় কারণে ঝুঁকিতে থাকেন উড়োজাহাজ ও অ্যাপ্রোন এলাকায় কর্মরতরা। একাধিকবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। অ্যাপ্রোন এলাকায় যান চলাচলের গতি নির্ধারিত থাকলেও স্পিড মিটারসহ প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় শৃঙ্খলা ফিরছে না।

আরও পড়ুন:

অনিয়ন্ত্রিত যানবাহনের ঝুঁকিতে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকা