‘ভুল করে থাকলে’ মাফ চাইলেন মুরাদ হাসান

অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পর অবশেষে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার দুপুরে ১টার দিকে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন।

সেখানে লিখেছেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।’

পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মমতাময়ী মা’ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’