সাবেক সেনাপ্রধানের ভিসা বাতিল নিয়ে ‘মন্তব্য নেই’ মার্কিন দূতাবাসের

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র দূতাবাস।

ভিসা বাতিল বিষয়ে জানতে চাইলে দূতাবাস থেকে লিখিতভাবে জানানো হয়, ‘মার্কিন আইন অনুযায়ী ভিসা রেকর্ড গোপনীয়। দূতাবাস কোনও একক ভিসা নিয়ে মন্তব্য করে না।’

প্রসঙ্গত, আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন থেকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান। তিনি ১৯৬১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৮৩ সালের ১০ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮ম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে আর্টিলারি কোরে কমিশন লাভ করেন।

সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনীর সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।