ফুলব্রাইট স্কলারশিপ স্থগিত হয়নি, আবেদনের সময় বেড়েছে

২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মানজনক এই স্কলারশিপ থেকে ‘বাংলাদেশকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে’— এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে তা নাকচ করে দিয়ে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত আছে। 
 
পোস্টে আরও জানানো হয়, এই স্কলারশিপের আবেদন করার মেয়াদ ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ সময় ২১ ডিসেম্বর সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত এই বৃত্তির জন্য আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর আগে এই বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ছিল ১১ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত,  এই স্কলারশিপের অধীনে মার্কিন নাগরিকরা দেশের বাইরে গিয়ে পড়াশোনা বা গবেষণা করেন এবং মার্কিনি নয় এমন ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা বা গবেষণা করেন।