জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া তৌসিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।

নিহতের বড় ভাই মিরাজ জানান, তৌসিফ খুব চুপচাপ থাকতো। এর আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। কারও সঙ্গে কিছু শেয়ার করতো না। সব কষ্ট মনের মধ্যে চেপে রাখতো। তবে ঠিক কী কারণে সে আত্মহত্যা করলো তা বলতে পারছি না।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তবে তার মৃত্যুর কারণ এখনও জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় তারা।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থার তার মরদেহ উদ্ধার করি।’ তিনি বলেন, ‌‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’