গাইবান্ধায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলে তার পরিদর্শনকালে ছিল এই আয়োজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বামনডাঙ্গার বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় হতদরিদ্র ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সেনাপ্রধান। এর আগে ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি। 

সেনাপ্রধান উল্লেখ করেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিক্যাল টিম বিনামূল্যে মানুষকে স্বাস্থ্যসেবা ও গবাদি পশুকে চিকিৎসা দিচ্ছে। তার আশ্বাস, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

রংপুর অঞ্চল পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ছিলেন জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. ফয়জুর রহমান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।