যুগ্ম-দায়রা জজ মোত্তাহিদার মৃত্যু, প্রধান বিচারপতির শোক

রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ বেগম মোত্তাহিদা হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বেগম মোত্তাহিদা হোসেন যুগ্ম-মহানগর দায়রা জজ হিসেবে রাজশাহীতে কর্মরত ছিলেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কয়েক বছর ধরে ক্যান্সারের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার নামাজে জানাজা শেষে তাকে বগুড়ায় দাফন করা হবে।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১৯৯৯-২০০০ সেশনের ছাত্রী ছিলেন। ২০০৮ সালে তিনি জুডিশিয়ারিতে যোগদান করেন। এরপর থেকে দক্ষতা এবং সততার সঙ্গে বিচারিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন তিনি।

এদিকে, দেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ বেগম মোত্তাহিদা হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।