লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (৩ জানুয়ারি) সেখানে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, প্রতিমন্ত্রী এসময় দগ্ধদের  দ্রুত আরোগ‍্য কামনা করেন।

এদিকে আজ দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাসেল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ন ইনিস্টিউটে চার জনের মৃত্যু হলো। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন আরও ১২ জন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আজ সোমবার দুপুর পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।