এ বছরই চালু হচ্ছে ৩ মেগাপ্রকল্প, প্রবৃদ্ধি বাড়বে আড়াই শতাংশ

চলতি বছরেই দেশের তিন মেগাপ্রকল্প পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল প্রকল্প জনগণের জন্য খুলে দেওয়া হবে। আর এর ফলে প্রবৃদ্ধি প্রায় আড়াই শতাংশ বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারের বৃহৎ এ তিনটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শেষে চলতি বছরের খুলে দেওয়ার বিষয়ে আজকের একনেক সভায় আলোচনা করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পটি ২০২২ সালের জুন মাসে খুলে দেওয়া হবে। কর্ণফুলী টানেল খুলে দেওয়া হবে চলতি বছরের অক্টোবরে। এছাড়া মেট্রোরেল খুলে দেওয়া হবে বছরের শেষ দিকে, ডিসেম্বর মাসে।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, শুধু পদ্মা সেতু চালু হলেই ১ দশমিক ২ শতাংশ অতিরিক্ত প্রবৃদ্ধি বাড়বে। মেট্রোরেল নিয়ে এখনও প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়নি। এটা চালু হলে পণ্য পরিবহন বাড়বে, সব মিলিয়ে প্রবৃদ্ধিও বাড়বে।