এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ১১৫ শতাংশের বেশি

গত এক সপ্তাহে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা তার আগের সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশের বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এই সময়ে আর মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

রবিবার ( ৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, গত এক সপ্তাহে বাংলাদেশে এক লাখ ৩৪ হাজার ১১৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যা  আগের সপ্তাহের তুলনায় প্রায় আড়াই শতাংশ বেশি। গত ৭  দিনে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৩০০ জন যা তার আগের সাত দিনের তুলনায় তিন হাজার ৩৭৬ জন বা ১১৫ শতাংশেরও বেশি।

গত সাত দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন, আগের সপ্তাহের তুলনায় সেটা ১৫ শতাংশ বেশি।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে গত দুইমাসে সংক্রমণের মাত্রা দুই শতাংশের নিচে থাকলেও গত সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি প্রতিদিন একটু একটু করে শনাক্তের হার এবং শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে।

গত ২ জানুয়ারিতে রোগী শনাক্ত হয় ৫৫৭ জন, গত আট জানুয়ারি সেখানে শনাক্ত হয়েছেন এক হাজার ১১৬ জন। শতকরা হিসেবে সেটা জানুয়ারির শুরুতে শনাক্তের হার ছিল তিন শতাংশের নিচে, সেটি এখন প্রায় ছয় শতাংশের কাছাকাছি— বলেন তিনি।