উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার-২০২২ অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী এই সেমিনারে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতাসহ জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যে কোন দেশের জন্য অনুকরণীয়। বাংলাদেশের নারীরা সশস্ত্র বাহিনী, পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছে। বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষী মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে।

দিনব্যাপী এই সেমিনারে সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর কর্মকর্তা, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে ওই বিষয়ে উপস্থাপন ও আলোচনা করেন। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, বাহিনী, সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিদেশি সংস্থা থেকে সামরিক ও বেসামরিক প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।