উপবৃত্তির আগাম তথ্য সংগ্রহের নির্দেশ

২০২২ সালের ষষ্ঠ শ্রেণি এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে আগাম সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অফিস আদেশটি জারি করে বুধবার (১২ জানুয়ারি)। গত ১০ জানুয়ারি সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে এই নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাওয়ার আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার জন্য ষষ্ঠ ও একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্যাদি আগাম সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে।

প্রসঙ্গত, উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা মানেই উপবৃত্তি পাওয়ার নিশ্চয়তা নয়। আবেদনকারী শিক্ষার্থী প্রদত্ত তথ্যাদি বিশ্লেষণ করে উপবৃত্তি পাওয়ার যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হয়।