সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুশীলন

ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর চার সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ২০২১-২০২২ অনুশীলন শেষ হলো। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘোষণা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন (সাভার এরিয়া) সফলভাবে অনুশীলন পরিচালনা করে। এতে সাঁজোয়া বহর, এপিসি, দূরপাল্লার এমএলআরএস-এর পাশাপাশি সেনাবাহিনীর ছত্রীসেনা (প্যারাট্রুপার) এবং বিমান বাহিনীর জঙ্গী বিমান অংশ নেয়। সেনাবাহিনীর কাসা ২৯৫এ বিমান থেকে নেমে আসে প্যারাট্রুপার।

অনুশীলন পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সমাপনী আয়োজনে অনুশীলন পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় আরও ছিলেন সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং অন্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা।

অনুশীলন দেখার পর সেনাপ্রধান জামালপুর সদর উপজেলার হরিণাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।