আলো ঝলমলে সাকরাইন (ফটোস্টোরি)

পৌষ মাসকে বিদায় দিতেই আয়োজন করা হয় পৌষ সংক্রান্তি। সংক্রান্তি থেকে উৎপত্তি হয়েছে সাকরাইনের। এ সময় সাকরাইন উৎসব পালন করে পুরান ঢাকার লাখো মানুষ। উৎসবে সকালের ভাগে ছিল পিঠা-পুলিসহ নানা রকমের মিষ্টি খাবারের আয়োজন। দুপুর থেকে শুরু হয় ঘুড়ি উৎসব। আর সূর্য ডোবার আগ থেকে শুরু হয় আলোকসজ্জা, আতশবাজি আর গানবাজনা।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ঘনিয়ে এলে পুরান ঢাকার আকাশ জেগে ওঠে হরেক রঙের আলোকচ্ছটায়। উড়তে থাকে ফানুস, সঙ্গে বাজে লাউড স্পিকারে গান। গানের তালে তালে জ্বলে লেজার লাইট। দিনের ঘুড়ি উৎসব শেষে অন্যরকম মাত্রায় চলে সাকরাইন উদযাপন। পৌষকে বিদায় দেওয়ার এই মাহেন্দ্রক্ষণে শামিল হন পুরান ঢাকার মানুষেরা। ছবিতে সাকরাইন উদযাপন তুলে ধরেছেন বাংলা ট্রিবিউনের ফটোজার্নালিস্ট নাসিরুল ইসলাম ও রিপোর্টার এমরান হোসেন।271587026_411295930733148_1306692779083222302_n271654381_669617820880784_7450422535070260079_n271741814_513286459946743_7542556778894976548_n271726738_1007270586491146_493771432476401483_n271740602_3110911175791370_2653542123325675091_n271756568_269368161961038_4639070291022921073_n270718692_1848294285363576_2376350103001892051_n270268467_890033185045618_7718889593154241915_n270580832_332080918791569_1373257573008987146_n270210982_643958580248618_7252138563521216426_n271485151_325543516139180_1802550881523550196_n271721534_666541218029654_5463047532154767923_n

270031884_263370245897526_7248146076622895775_n271606212_265945622295941_6284391481667062406_n270532363_438202024721902_540202876268747295_n271494492_482800123382538_3266072825520750080_n271781370_4712561352112878_180450446201362395_n270244395_5042722382426280_6944868791873534001_n271440081_277535991050848_9128918039699740610_n271571036_607916340280007_8402436131403691813_n271708653_4849192688479958_8254887678192849256_n270413653_1633364197005315_32978598421350249_n