ঢাবি’র সূর্যসেন হল থেকে ‘খেলনা’ পিস্তলসহ শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর সূর্যসেন হল থেকে আল আমিন খান জয় নামের এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে একটি খেলনা পিস্তল, একটি হকি স্টিক ও এসএস পাইপসহ তাকে আটক করা হয়। হল প্রশাসন তাকে আটক করে প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় সোপর্দ করেছে। 

জানা গেছে, আল আমিনের বাড়ি বগুড়া।  তিনি ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স বিভাগে ভর্তি হন। পরের বছর পুনরায় ভর্তি হন। পরের বছর ২০১৭ সেশনে তার ছাত্রত্ব বাতিল হয়।  

উদ্ধারকৃত অস্ত্র

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, হল থেকে একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।  তার হাতে একটা পিস্তল ছিল। তবে এটি আসল কিনা জানি না। তাকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘তাকে ঠিক শিক্ষার্থী বলব না। কারণ অনেক আগে তার ছাত্রত্ব বাতিল হয়েছে। সূর্যসেন হলের ১০২ নম্বর রুমে থাকত। প্রক্টরিয়াল টিম তাকে একটি খেলনা পিস্তল, একটি হকি স্টিক এবং একটি এসএস পাইপসহ আটক করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা প্রক্টরিয়াল টিমের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’