বাণিজ্য মেলা চলতে পারলে, পরীক্ষা কেন নেওয়া হবে না?

করোনায় সেশন জোটের হাত থেকে মুক্তি পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান রাখার দাবি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রশ্ন বাণিজ্য মেলা চলতে পারলে আমাদের পরীক্ষা কেন নেওয়া হবে না?

রবিবার(২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বয়স এমনিতেই বাড়ছে। শিক্ষাবর্ষ লসে আমাদের আরও ক্ষতি হবে। তাছাড়া বাণিজ্য মেলা চলতে পারলে আমাদের পরীক্ষা কেন নেওয়া হবে না?

শিক্ষার্থীরা আরও বলেন, যখনই পরীক্ষা চলমান থাকে ঠিক তখনই করোনার অজুহাতে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। সরকারের অন্তত আমাদের চলমান পরীক্ষা নিয়ে ভাবা উচিত।

মানববন্ধনে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবির সঙ্গে একমত। করোনা আগের মতো ভয়াবহ না। তাদের তিনটি পরীক্ষা বেশি সময় লাগার কথা নয়।