রাজধানীর মগবাজারে বাসায় ঢুকে মোহনা টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার সাংবাদিক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলম মাসুদকে সেগুনবাগিচা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।
তিনি বলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—ক্র্যাবের সাবেক অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) হাতিরঝিল থানায় একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত খোরশেদ আলম মাসুদকে গ্রেফতার করা হয়েছে।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন চাওয়া হয়েছিল। তিনি আমাদের নজরদারিতেও ছিলেন।
গত বুধবার রাতে মগবাজারের পেয়ারাবাগের বাসায় এমদাদুল হকের ওপর হামলা চালান মাসুদ। এ সময় বাসার নিচে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
ওই দিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টার মামলা করেন সাংবাদিক এমদাদুল হক।